উপন্যাস
হুমায়ূন আহমেদ
মেঘের অপর বাড়ি
আমি মারা গেছি, নাকি মারা জাচ্ছি-এখনো বুঝতে পারছি না। মনে হয়, মারা গেছি। মৃত লাআবস্থা থেকে আলৌকিকভাবে যারা বেচে ওঠে, তাদের
মিত্যু-অভিজ্ঞতা হয়। এর নাম এনডিই (নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স) বাংলায় 'মিত্যু-আভিঞ্জতা' তারা সবাই দেখে, লম্বা এক সুড়ঙ্গের ভেতর দিয়ে
তারা যাচ্ছে। সুড়ঙ্গের শেষ মাথায় চোখধাঁধানো আলো। এই আলোর চুম্বকের মতো আকর্ষণী ক্ষমতা। কঠিন আকর্ষণে অন্ধের মতো আলোর দিকে
এগিয়ে যেতে হয়।
আমি কোণো সুড়ঙ্গ দেখছি না। সুড়ঙ্গের মাথায় আলোও না। তবে ণীজেকে দেখতে পাচ্ছি। এবার ডাঊণলোড করুণ http://www.prothom-alo.com/eid-2011/eidpdf/humayunahmed.pdf
No comments:
Post a Comment