Saturday, October 8, 2011

মুক্তিযোদ্ধার চিঠি

***প্রকৃত দেশপ্রেম এবং মাতৃপ্রেম বোধহয় একেই বলে। এই চিঠিটি কোন গল্প উপন্যাসের নয়।আমাদের একাত্তরের এক মুক্তিযোদ্ধার চিঠি।চিঠিটি একবার মন দিয়ে পড়ে শুধু উপলব্ধি করে দেখুন। ***

৫.০৪.১৯৭১

মা,

আমার সালাম গ্রহণ করবেন।পর সংবাদ আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি।কিন্তু কতদিন থাকতে পারব বলা যায় না।বাংলা মাকে বাঁচাতে গিয়ে যে ভূমিতে আপনি আমাকে জন্মদিয়েছেন,যে ভাষায় কথা শিখিয়েছেন,সেই ভাষাকে,সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নাহর প্রাণ দিতে হবে।


দুঃখ করবেন না,মা।আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রণ্জিত হয়,সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না।

সময় নেই।আবার কখন দৌড় দিতে হয় জানি না।তাই এই সামান্য পত্রটা দিলাম।শুধু দোয়া করবেন।সবার কাছে ক্ষমা চাচ্ছি।মা,যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাণ্জাবি গুণ্ডাদের তাড়িয়ে দিয়ে এ দেশকে মুক্ত করতে পারি,তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হতে পারে।বিদায় নিচ্ছি মা।ক্ষুদিরামের মতো বিদায় দাও।যাবার বেলায় ছালাম।
মা....মা....মা....যাচ্ছি।

ইতি,
জিন্না

No comments: