Saturday, October 1, 2011

আপনার এই শপ্তেহর রাশি কাওসার আহমেদ চৌধুরী।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে প
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি
—কাওসার আহমেদ চৌধুরী
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
এ সপ্তাহে আপনার জন্য অপেক্ষা করছে অপূর্ব সাতটি দিন। মনে কোনো উদ্বেগ না রেখে সামনে চলুন। 
আর আগামী শুক্রবার না আসা পর্যন্ত হালকা মন নিয়ে ভবিষ্যদ্বাণীর সত্য-মিথ্যা যাচাই করতে থাকুন।

বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
বহুবারের মতো এবারও আপনি অনেককে টপকে সামনে চলে যাবেন। এই যাত্রায় সামান্য কিছু ঝামেলা হলেও ঘাবড়ানোর বিলকুল কোয়ি বাত নেহি হ্যায়।

মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
লক্ষ্য অর্জন-ভায়া-দ্রুত অগ্রগতির বিভিন্ন স্টেশন পার হওন! এর চেয়ে বেশি আর ক্যায়া বোলেগা, ডিয়ার মিথুন গার্লস, বয়েজ, মেন-উম্যান অ্যান্ড... অ্যাটসেটরা।

কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। 
ভর # ২ >
আপনার আর্থিক অবস্থা চলতি সপ্তাহের শুরুতে একটা মন্দার ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ঠিকঠাক হয়ে যায়েংগা। আপনাকে অনুরোধ করেংগা—চিন্তা করবেন না, প্লিজ!

সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
টপ অব দ্য চার্ট!... বাম্পার!... তবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে। তার পূর্ব অবধি—দেখতে থাকুন। প্লিজ!

কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
জরাসা আস্তে চলুন। সাফল্য আসেংগা। এর জন্য তো সপ্তাহভর অস্থিরতার কোনো কারণ নেই! আছে?....

তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। 
ভর # ২ >
এক জয় থেকে চল অন্য কোনো জয়ে। উজ্জ্বল হয়ে উঠবেন আপনি এ সপ্তাহে আরও নতুন-নতুন সাফল্যে।—বেশি কথা বলার আর প্রয়োজন কী, তাই না, প্রিয় তুলা?

বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। 
ভর # ৭ >
সংখ্যা ৭-এর ঘরে থেকে দ্রুততর হবে আপনার অগ্রগতি। ভেঙে গুঁড়িয়ে যাবে পথের বাধা।...বজায় রাখুন মুখের বিনীত হাসিটি।

ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। 
ভর # ৯ > 
কেন জানি না—এ সপ্তাহে প্রায় প্রতিটি রাশি যেন লাভ করছে দুর্বার গতি। প্রিয় ধনু, আপনার অগ্রগতি কার চেয়ে কম কিংবা কার চেয়ে কিছুটা বেশি—তা ভাববার সপ্তাহ এটা নয়। (‘কাম করো, কাম করো’...বলতেন আমার চিত্রকলার প্রয়াত শিক্ষক কাজী আবদুল বাসেত)।

মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। 
ভর # ৩ >
সংখ্যা ৩-এর ঘরে থেকে চলতি সপ্তাহে আপনি অর্জন করেছেন এক প্রবল দার্শনিক শক্তি। 
এ সপ্তাহে আপনি কাজে ও সাফল্যে এগিয়ে যাবেন বহু দূর...বহু দূর।

কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। 
ভর # ৯ >
এ সপ্তাহে আপনি থাকবেন সংখ্যা ৯-এর ঘরে। সর্বক্ষেত্রে আপনার নেতৃত্ব এখন অপ্রতিরোধ্য হয়ে উঠবে। এটুকু মনে রাখাই যথেষ্ট হবে আজ।

মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। 
ভর # ৩ >
মকর জাতিকা ও জাতকের মতো আপনার চলতি সপ্তাহটাও কাটবে এক ধরনের দার্শনিক ঘোরের মধ্য দিয়ে।
শেষ পর্যন্ত আপনার মঙ্গল হোক, এই আমাদের কামনা।


All About Entertainment

No comments: