Saturday, September 24, 2011

 আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী | তারিখ: ২৪-০৯-২০১১


আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
মনে দ্বিধা না রেখে কাজ করুন। দ্বিধা যদি একবার মনে ঢোকে—তাহলেই ব্যস...গেল আর কি! তবে আমি বিশ্বাস রাখি—আপনার সাপ্তাহিক অগ্রযাত্রায় কোনো দ্বিধা আসবে না। ইস্কা মানে এই হ্যায় যে, আপনার অগ্রগতি হয়েংগা, কাম বনেংগা!

বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
এ সপ্তাহের অবস্থান গত মান ১। বৃষ রাশির ভর এর সঙ্গে এই সংখ্যা ১ (ওপরে দেখুন) যোগ দিন। এর সঙ্গে যোগ দিন আপনার নিজের ‘জন্মতারিখ’ থেকে যে ‘জন্মসংখ্যা’ আসে—সেই একক সংখ্যাটি, যেমন—আপনার ‘জন্মতারিখ’ যদি হয় ২৭.০৪.১৯৬৭—তাহলে আপনার জন্মসংখ্যা হবে: ৯। তাহলে—হলো ৯ + ১ = ১০ = ‘০’ বাদ দিয়ে ১। তাই সংখ্যা ১-এর প্রভাবে এ সপ্তাহে সত্যি-সত্যিই কিন্তু আপনি পেয়ে গেলেন ‘টপ অব দি চার্ট’ অবস্থানটি। আর কিছু বলতে হবে?—ধুর!

মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
মিথুন, এ সপ্তাহে আপনার এপক্ষ সাপোর্ট করলে তো বিপদ বটেই, ওপক্ষ সাপোর্ট করলেও বিপদ। কাজেই অবনত মস্তকে নিচু করে মাঝপথ বরাবর হনহন হেঁটে চলে যান। কারও সাথে কোনো বিবাদে জড়াবেন না। ঠিক্কাছে?

কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
বিজনেস থোড়াসা বুরা (খারাপ) হয়ে আবার ঠিক হয়ে যাবে। নো প্রবলেম। 

সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
সাফল্যের ৭টি দিন। এর চেয়ে বেশি কিছু বলা নিষ্প্রয়োজন বলে মনে করি। 

কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এ সপ্তাহে সংখ্যা ৩-এর ঘরে থেকে আপনি একটু স্মৃতিকাতর ও বিষণ্ন হয়ে পড়তে পারেন। তাহলেও শিল্পী, ক্রীড়াবিদ কিংবা ব্যবসায়ী হিসেবে আপনার অগ্রগতি হবে ‘দ্রুন’ (দারুণ)।

তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠুন—‘বিজয়ের মালা আজ কে যেন পরিয়ে দিলো আমার গলায়।’...

বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। 
ভর # ৭ >
উফ্! প্যানটাস্টিক!...আই মিন, গ্রেট!...আই মিন, এ সপ্তাহেই হয়েংগা আপনার পদ + উন্নতি = পদোন্নতি!

ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > 
ধনু রাশির ভর ৯ এবং চলতি সপ্তাহের অবস্থানগত মান ১, অর্থা ৎ ৯ + ১ = ১০; অর্থা ৎ ‘০’ বাদ দিয়ে এই সাত দিনে আপনি ১নং, মানে সাফল্য-তালিকার শীর্ষে অবস্থান করবেন।

মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। 
ভর # ৩ >
৩ + ১ = ৪। এ সপ্তাহে সংখ্যা ৪-এর ঘরে থেকে প্রধানত আর্থিক স্বস্তির শিখরে বসে ঠান্ডা হাওয়া খাবেন। 

কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। 
ভর # ৯ >
পূর্ণ বিজয়ে তব সাপ্তাহিক দৌড়খানা শেষ হবে পু-পু-পুরস্কার লাভের মধ্য দিয়ে। কনগ্র্যাটস্!...

মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
পাওনা টাকা আদায়ে সচেষ্ট হোন। কামিয়াব হবেন। তবে তার আগে প্রয়োজন স্বাস্থ্যখানায় হাল-হকিকত জরিপ করা।...জয় হোক আপনার, আপনাদের, সবার।

No comments: