রিয়ান্না
এক কৃষকের রীতিমতো ধাতানি খেতে হলো পপতারকা রিয়ান্নাকে (২৩)। ‘উই ফাউন্ড লাভ’ নামে একটি গানের মিউজিক ভিডিওর জন্য গত সোমবার উত্তর আয়ারল্যান্ডের একটি শস্য খেতে গিয়েছিলেন রিয়ান্না। খেতের মালিকের কাছ থেকে অনুমতি আগেই নেওয়া ছিল। কিন্তু বিপত্তি ঘটল দৃশ্য ক্যামেরাবন্দী করতে গিয়ে। রিয়ান্না একের পর এক কাপড়-চোপড় খোলা শুরু করলেন। সে দৃশ্য দেখে জমির মালিক অ্যালান গ্রাহাম বিরক্ত হয়ে বললেন, ‘কাপড়-চোপড় পরে ভদ্রস্ত হয়ে কাজ করুন। এ রকম ব্যাপার-স্যাপার আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত।’
গ্রাহাম জানান, অনুরোধ করার পর শুটিং ইউনিটের কাজ বন্ধ করে দেন। তিনি বলেন, ‘যখন ফোনে আমার অনুমতি নেওয়া হয়, তখন রিয়ান্না কে, আমি জানতাম না। শুটিং তো হতেই পারে। সেই ভেবে অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাঁরা এসে যা শুরু করলেন, সেটা খুবই অপ্রত্যাশিত। ওই দৃশ্য দেখতে স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত জড়ো হয়ে পড়েছিল।’ বিবিসি।
গ্রাহাম জানান, অনুরোধ করার পর শুটিং ইউনিটের কাজ বন্ধ করে দেন। তিনি বলেন, ‘যখন ফোনে আমার অনুমতি নেওয়া হয়, তখন রিয়ান্না কে, আমি জানতাম না। শুটিং তো হতেই পারে। সেই ভেবে অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাঁরা এসে যা শুরু করলেন, সেটা খুবই অপ্রত্যাশিত। ওই দৃশ্য দেখতে স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত জড়ো হয়ে পড়েছিল।’ বিবিসি।
No comments:
Post a Comment