Saturday, October 8, 2011

মুক্তিযোদ্ধার চিঠি

***প্রকৃত দেশপ্রেম এবং মাতৃপ্রেম বোধহয় একেই বলে। এই চিঠিটি কোন গল্প উপন্যাসের নয়।আমাদের একাত্তরের এক মুক্তিযোদ্ধার চিঠি।চিঠিটি একবার মন দিয়ে পড়ে শুধু উপলব্ধি করে দেখুন। ***

৫.০৪.১৯৭১

মা,

আমার সালাম গ্রহণ করবেন।পর সংবাদ আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি।কিন্তু কতদিন থাকতে পারব বলা যায় না।বাংলা মাকে বাঁচাতে গিয়ে যে ভূমিতে আপনি আমাকে জন্মদিয়েছেন,যে ভাষায় কথা শিখিয়েছেন,সেই ভাষাকে,সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নাহর প্রাণ দিতে হবে।

Monday, October 3, 2011

উপন্যাস, হুমায়ূন আহমেদ (মেঘের অপর বাড়ি)


উপন্যাস
হুমায়ূন আহমেদ

মেঘের অপর বাড়ি

আমি মারা গেছি, নাকি মারা জাচ্ছি-এখনো বুঝতে পারছি না। মনে হয়, মারা গেছি। মৃত লাআবস্থা থেকে আলৌকিকভাবে যারা বেচে ওঠে, তাদের
মিত্যু-অভিজ্ঞতা হয়। এর নাম এনডিই (নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স) বাংলায় 'মিত্যু-আভিঞ্জতা' তারা সবাই দেখে, লম্বা এক সুড়ঙ্গের ভেতর দিয়ে
তারা যাচ্ছে। সুড়ঙ্গের শেষ মাথায় চোখধাঁধানো আলো। এই আলোর চুম্বকের মতো আকর্ষণী ক্ষমতা। কঠিন আকর্ষণে অন্ধের মতো আলোর দিকে
এগিয়ে যেতে হয়।
 আমি কোণো সুড়ঙ্গ দেখছি না। সুড়ঙ্গের মাথায় আলোও না। তবে ণীজেকে দেখতে পাচ্ছি। এবার  ডাঊণলোড করুণ http://www.prothom-alo.com/eid-2011/eidpdf/humayunahmed.pdf

ফ্রি-কিক!


বাসায় গ্যাস-পানি না থাকায় বাড়িওয়ালাকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আর সেটা দেখে ফেলেছিল তাঁর মেয়ে রাশিন। এরপর আরকি! নতুন বাসা খুঁজে বেড়াচ্ছি। রীতিমতো দৌড়ের ওপর আছি। ঈদটাও ঠিকমতো করতে পারলাম না। বাসা পাওয়া তো কোনো সহজ কথা নয়। এত টেনশন নিয়ে কি আর আনন্দ করা যায়?
ঝামেলা কমাতে তাই মারুফকেও বাসা খুঁজতে লাগিয়ে দিয়েছি। মারুফ খুবই ভালো ছেলে। অন্যের উপকারে জান দিতেও প্রস্তুত। সমস্যা একটাই, কথা বেশি বলে। আর কোথায় কী বলতে হয়, সেটাও বোঝে না। মারুফ একটা ভালো বাসার ব্যবস্থা করে ফেলবে, তা নিশ্চিত। কিন্তু বেশি কথা বলে আবার সেখানে কী গোল পাকায়, কে জানে!
নাশতা সেরে পিসিটা অন করেছি, তখনই মারুফের কল। সুখবর। ও নাকি দুই-দুইটা বাসা পেয়ে গেছে। আজ দেখাতে নিয়ে যেতে চায়। আমি ওকে বিকেলে আমার অফিসের নিচে অপেক্ষা করতে বলে ফেসবুকে লগইন করলাম। বেশ কয়েকটি মেসেজ আর নোটিফিকেশন আছে। মেসেজে ক্লিক করতেই চমকে উঠলাম, রাশিনের মেসেজ! আমার জন্য আরও চমক অপেক্ষা করছিল। খুবই উগ্র ভাষায় সে লিখেছে, ‘ওই! আপনাকে দেখি না কেন? ফেসবুকেও পাওয়া যায় না (রাগের ইমো)। শোনেন, জরুরি কথা আছে। বিকেলে আপনার অফিসের সামনে থাকবেন। আমি টাইমলি এসে তুলে নেব। ভয় পাবেন না! তুলে নেব মানে অপহরণ না, গাড়িতে তুলে নেওয়ার কথা বলেছি (ভেংচির ইমো)। আর হ্যাঁ, টাইমলি যদি না থাকেন, তো খবর আছে। এমন কিক মারব, আপনি হয়তো জানেন না, আমি ভিকারুননিসা ফুটবল টিমের স্ট্রাইকার ছিলাম (আবারও ভেংচির ইমো)!’
আমি ঢোঁক গিললাম। কী ভয়ংকর মেয়ে রে বাবা!
লিফট থেকে নেমে অফিস বিল্ডিংয়ের মূল গেটে আসতেই দেখি রাশিন দাঁড়িয়ে। আমাকে দেখেই বলে উঠল, ‘বসের ঝাড়ি খেয়েছেন আজ?’
‘ঝাড়ি খাব কেন? বস তো আর বাড়িওয়ালার মেয়ে না!’ মুখ ফসকে কথাটা বলেই মনে হলো, এই বুঝি রাশিন রেগে গেল। কিন্তু না। আমাকে চমকে দিয়ে সে হেসে ফেলল। বলল, ‘আমাকে এত ভয় পান কেন? আমি মেয়েটা একটু রাগী, কিন্তু অতটা খারাপ না। ভেবে দেখলাম, সেদিনের ব্যাপারটার জন্য সরি বলা উচিত। তাই দেখা করতে চাইলাম। আসলে সেদিন মেজাজটা এত খারাপ করে দিলেন!’
আমি একটু বিব্রতস্বরে বললাম, ‘না, আপনার সরি হওয়ার কিছু নেই। আসলেই তো, আমার ও রকম স্ট্যাটাস দেওয়া একদম ঠিক হয়নি। আসলে হঠাৎ মেজাজটা এমন খারাপ হলো!’
‘হুম। তাই বলে এত সব বন্ধুকে জানিয়ে স্ট্যাটাস দেবেন যে আমার বাবা গ্যাস-পানি দিচ্ছে না...’
‘আমি সত্যিই খুব দুঃখিত। এমনিতে অবশ্য আমি আমার বন্ধুদের সব সত্য কথাই বলি। যেমন: আমাদের বাড়িওয়ালা খুব ভালো মানুষ, খুবই হেল্পফুল। আন্টিও বেশ ভালো। আমাকে খুব পছন্দ করেন। সেদিন যে কেন ওটা লিখতে গেলাম!’
আমাকে থামিয়ে দিয়ে রাশিন জানতে চাইল, ‘আর আমার কথা কিছু বলেন না?’
‘বলি না মানে! আপনার মতো বুদ্ধিমতী আর মায়াবতী মেয়ে আমি যে খুব কম দেখেছি, সেটা তো প্রায়ই বলি! আরেকটা কথা বলি, এখন বলতে পারব না!’
‘আরে বলুন না, শুনি, প্লিজ!’
‘আর বলি যে, আপনি খুব সুন্দর!’
রাশিন একটু লজ্জা পেয়ে যায়। আহা! মেয়েটার এমন লাজুক মুখ তো আগে কখনো দেখিনি। আমার মনটা খারাপ হয়ে গেল। বন্ধুদের কাছে তো আসলে এসব বলিনি, তবে কেন মিথ্যা কথাগুলো বললাম এতক্ষণ!
রাশিন বলল, ‘গাড়িতে চলুন। আপনাকে কোথাও খাওয়াব!’
‘কেন? প্রশংসা করায়?’
‘না। আজ আমার জন্মদিন। বার্থ ডে ট্রিট।’
রাশিনের উত্তরে আমি আবারও চমকে উঠলাম। বললাম, ‘সেকি! ফেসবুকে তো দেখলাম না!’
‘ফেসবুকে আমার বার্থ ডেট দেয়া নেই।’
আমি রাশিনকে ‘শুভ জন্মদিন’ বলে যেই না গাড়ির দিকে এগোচ্ছি, ঠিক তখনই সেখানে হাজির মারুফ। ভুলেই গিয়েছিলাম, এ সময় ওর আসার কথা। মারুফ এসেই স্বভাবমতো বেশি কথা বলা শুরু করল, ‘সরি, দোস্ত, একটু দেরি হয়ে গেল। আছিস কেমন? আরে এটা কে?’ বলে সে রাশিনকে দেখাল। তারপর জবাবের অপেক্ষা না করেই আবার বলতে লাগল, ‘তোর কলিগ বুঝি? স্লামালিকুম। ভালো আছেন?’
রাশিন হালকা হেসে উত্তর দিল, ‘জি। আপনি?’
মারুফ বলতে লাগল, ‘আমি তো আছি দৌড়ের ওপর। পাভেলের জন্য বাসা খুঁজছি। আর বলবেন না। ছেলেটা পড়েছে মহা বিপদে! বাড়িওয়ালার অত্যাচারে অবস্থা হালুয়া। গ্যাস দেয় না, পানি দেয় না। ভয়াবহ অবস্থা...’
আমার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। মারুফকে এখন কেমনে থামাই। সে বলেই চলেছে, ‘শুধু তা-ই না, বাড়িওয়ালার এক মেয়েও আছে। সে আবার মহা দজ্জাল! তার জন্য শান্তিমতো ছেলেটা ফেসবুকিংও করতে পারে না। যে বাড়িতে এমন বাড়িওয়ালা আর তার মেয়ে আছে, সেখানে কি থাকা যায়, বলুন?’
রাশিন সেই প্রশ্নের জবাব না দিয়ে জানতে চাইল, ‘এত কিছু আপনাকে কে বলেছে?’
আমি মারুফকে বিভিন্নভাবে ইশারায় বোঝাতে চাইলাম, যেন আমার কথা না বলে। কিন্তু সেসবের দিকে ওর খেয়াল থাকলে তো! সোজা বলে দিল, ‘কে আবার? ও-ই বলেছে। দুঃখে বলে, বুঝলেন, দুঃখে। অমন ডাইনি মেয়ে আছে যে বাড়িতে, সেখানে থাকার যে কী দুঃখ!’
রাশিন আমার দিকে কটমট করে তাকাল। আমি দেখলাম, তার পা দুটো কেমন যেন একটা পজিশন নিচ্ছে। ফ্রি-কিক নেওয়ার আগে ফুটবলাররা এমন ভঙ্গিতে পজিশন নেয়। আমার মনে পড়ে গেল, রাশিন ভিকারুননিসা স্কুলের ফুটবল টিমের স্ট্রাইকার ছিল।

All About Entertainment

এক বাসেই জীবন পার...


সকালবেলা। মিরপুর টু মতিঝিল। অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে তুষার যে বাসটাতে উঠল, পরের কাউন্টারেই সেটা মানুষে ঠেসে গেল। এর মধ্যে একটা সুন্দরী মেয়েও উঠল। একেবারে পেছনের দিকের একটা সিটে বসায় প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও তুষারের পক্ষে মেয়েটিকে বসতে দিয়ে সম্মানিত বোধ করার সুযোগটুকু হলো না। বাস চলে আর তুষার ভাবে, তুষার ভাবে আর বাস চলে। একটু ঘুরিয়ে বলি। বাস চলার ভান করে, কিন্তু তুষার ঠিকই ভাবে, তুষার ঠিকই ভাবে কিন্তু বাস চলার ভান করে। একটু পরপর ব্রেক করে। তাতে ঠাসাঠাসির ফাঁকে আরও কিছু নতুন যাত্রী টুপটাপ উঠে পড়ে। 
একসময় মেয়েটির সঙ্গে চোখাচোখি হয় তুষারের। মেয়েটি বোধ হয় একটু হাসেও। তুষার গলে বাস ভিজে যাওয়ার উপক্রম! কিন্তু গলে না। আচমকা কি যেন হলো। টুপটাপ বাস থেকে দাঁড়িয়ে থাকা লোকগুলো নেমে গেল! মেয়েটি এসে তুষারের ঠিক পাশের সিটে গিয়ে বসে। মেয়েটি তুষারকে বলে, তার মন খারাপ। সে যেন এমন কিছু বলে, যাতে তার মন ভালো হয়ে যায়। তুষার তার খুব পরিচিত একটা জোক বলে।
আফ্রিকার এক যোগাযোগমন্ত্রী কোথাও যাচ্ছিলেন তাঁর ব্যক্তিগত গাড়িতে করে। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। হঠাৎ রাস্তার ওপর একটা গাধা ছুটে এসে গাড়ির নিচে পড়ে মারা যায়। মন্ত্রী তাঁর ড্রাইভারকে বললেন তাড়াতাড়ি পার্শ্ববর্তী গ্রামে গিয়ে গাধাটা কার খোঁজ নিতে, তিনি তাঁর যথাযথ ক্ষতিপূরণ দেবেন। ড্রাইভার চলে গেল। খানিক পরে সে ফিরেও এল। তার গলায় ফুলের মালা। মন্ত্রী অবাক হয়ে জানতে চাইলেন কী ব্যাপার। ড্রাইভার বলল, ‘আমি গ্রামে গিয়ে শুধু বললাম, “আমি যোগাযোগমন্ত্রীর গাড়ির ড্রাইভার। একটু আগে গাধাটা মরেছে।” সঙ্গে সঙ্গে তারা আমাকে কোলে তুলে নাচল, ফুলের মালা পরিয়ে দিল!’
জোকটা শুনে মেয়েটি হেসে কুটিকুটি, গড়িয়ে পড়ে তুষারের গায়ে। তার মন খুব ভালো হয়ে যায়। 
একটু পরেই বাসে গুনগুন করে কে যেন একটা মিষ্টি প্রেমের গান গেয়ে ওঠে। অন্য সব যাত্রী তাকায়। সবার চোখে খুশির ঝিলিক, মুখে আকর্ণ হাসি। তুষারকে নিয়ে মেয়েটি গান গায়। তুষারও সাড়া দেয় গানে। আর সবাই হাততালি দিয়ে তাল ধরে। ড্রাইভার খুশিতে শিস না বাজিয়ে গগনবিদারী হর্ন বাজায়।
সূর্য তেতে ওঠে মাথার ওপর। বাসের ছাদে ফ্যান নেই। ফ্যান থাকলেও অবশ্য কোনো কাজ হতো না। বাসেও আজকাল লোডশেডিং, লোডশেডিং সর্বত্র। প্রদীপের নিচে যেমন অন্ধকার, তেমনি আমাদের ইলেকট্রিসিটির আড়ালে লোডশেডিং। 
কত দিন ধরে বাসটা চলছে কে জানে! তুষার আর মেয়েটির মধ্যকার প্রেম ঘনীভূত হয়। ওঠে বিয়ের কথা। বাসের যাত্রীরা দুই ভাগ হয়ে গেল। একদল বরপক্ষ, আরেক দল কনেপক্ষ। অনেক বাগিবতণ্ডার পর একটা কিছুতে উভয় দল রাজি হলো। বাসে একজন কাজিও পাওয়া গেল। আর কোথায় যায়, কাজি দিলেন বিয়ে পড়িয়ে। স্বামী-স্ত্রী মহাখুশি। এই সময় বাসে পাওয়া গেল একজন পপকর্নওয়ালাকে। সে সবাইকে পপকর্ন খাওয়াল। সুখে-শান্তিতে বাস এগোতে লাগল।
আচমকা একটা জটিল পরিস্থিতির উদ্ভব হলো। গরমে একজন বয়স্ক লোক বাসের ভেতর মাথা ঘুরে পড়ে গেলেন। পানি! পানি!! তুষারের মনে পড়ল, গত কয়েক সপ্তাহ তার বাসায়ও ঠিকমতো পানি আসে না। বাসের মধ্যে একজন ডাক্তারও পাওয়া গেল। সে সবাইকে সরে গিয়ে বাতাসের জন্য পথ করে দিল। ফ্যানও নেই, পানিও নেই। একটু পরেই বৃদ্ধ লোকটি মারা গেলেন। বাসের সবার মন খারাপ। আহারে, বেচারা! মৃত্যুর সময় সামান্য পানিও মুখে দিতে পারল না।
তখনো বাসজুড়ে শোকের ছায়া। এরই মধ্যে সদ্যোজাত এক শিশুর কান্নার শব্দে সবার মধ্যে সাড়া পড়ে গেল। একটু আগের শোকের কথা বেমালুম ভুলে গেল সবাই। নবাগত শিশুটিকে নিয়ে সবাই মেতে উঠল অন্য রকম এক আনন্দে। তুষারের সদ্য বিবাহিত স্ত্রী ছুটে গিয়ে শিশুটিকে কোলে নিল। 
তারা সবাই আবার একটা খুশির গান গাইল। ড্রাইভার আবার গগনবিদারী হর্ন বাজাল। হর্নের শব্দে নবাগত শিশুটি ভ্যা-ভ্যা করে কেঁদে উঠল। এটা নিয়েও হাসল সবাই। হেসে গড়াগড়ি খেল একজন আরেকজনের গায়ে।
একটা ছোট্ট ছেলে পানি নিয়ে উঠল বাসে। সবাইকে পানি খাইয়ে নেমে গেল। সবাই ঘুমে ঢুলুঢুলু। চোখের পাতা ভারী হয়ে নেমে গেল দোকানের শাটারের মতো।
হঠাৎ কড়া একটা ব্রেক করে থেমে গেল বাস। ড্রাইভার জানাল, বাসের গ্যাস শেষ। গ্যাস না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।
হঠাৎ একটা কড়া ব্রেকে তুষারের তন্দ্রা ভাবটা কেটে গেল। বাস মানুষে ঠাসা। চোখ কচলে তুষার সামনে তাকাল। মেয়েটি একটা সিটে বসে আছে, এত মানুষের ফাঁকে ভালো করে দেখা যায় না। দ্রুত বাইরের দিকে তাকাল। মতিঝিলে তার অফিস। সকাল নয়টায় ইন। বাসা থেকে সাড়ে সাতটায় বের হয়েছে। বাস এখন ফার্মগেট পার হয়ে কেবল কারওয়ান বাজারের জ্যামে। একটা বিশাল লম্বা জ্যামের মাঝামাঝি তাদের বাস। তবু তুষার খুশি। ঠিক যেখানে স্বপ্নটা শেষ হয়েছে ওখান থেকে বাকিটা দেখে ফেলতে পারবে মতিঝিল যেতে যেতে। স্বপ্ন তো খারাপ বিষয় না। এভাবে স্বপ্ন দেখে দেখে পাঁচ-দশ বছর অনায়াসে পার করে দেওয়া সম্ভব! 
তুষার মনে মনে ভাবে, আমাদের দেশে বেঁচে থাকার সবচেয়ে বড় মজাটা হচ্ছে—আমাদের এই সমস্যাগুলো আমাদের কল্পনার চেয়ে বেশি দীর্ঘস্থায়ী। ফলে আমরা এগুলো নিয়ে ভাবতে ভাবতে কখনো বোর ফিল করি না। না জনগণ, না জনপ্রতিনিধি! আসলে আমরা সুখী জাতিই বটে! শত সমস্যার মধ্যেও আমরা কত সুন্দর স্বপ্ন আর দিবাস্বপ্ন দেখে সমস্যাগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিব্যি হাসি-আনন্দে বেঁচে থাকি!

All About Entertainment

কৌতুক


কৌতুক


1 2 3
ওয়েবসাইট অবলম্বনে
বাবার ইন্টারভিউ
ছোট্ট মেয়েটি এসে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, আম্মু কি আমার যত্ন নেয়?’
চোখ বড় বড় করে বাবা খুব আদুরে গলায় বলল, ‘অবশ্যই! আম্মু তোমার অনেক যত্ন নেয়। তোমাকে খাইয়ে দেয়। অসুখ হলে তোমার সেবা-যত্ন করে। তোমাকে গান গেয়ে শোনায়।’
‘দাদুভাই কি আমার যত্ন নেয়?’
‘অবশ্যই! দাদুভাই তোমাকে গল্প শোনায়। তোমার জন্য সুন্দর সুন্দর গিফট, চকলেট নিয়ে আসে।’
‘আর দাদুমণি?’
‘দাদুমণিও।’
‘আর ফুপি?’
‘ফুপি তো তোমার জন্য পাগল। ছুটি পেলেই তোমাকে দেখতে চলে আসে।’
‘আ...র রহিমার মা?’
‘ও, ও তোমার অনেক যত্ন নেয়। তোমার কাপড় ধুয়ে দেয়, বিছানা ঠিক করে দেয়, ঘুম পাড়িয়ে দেয়।’
সবকিছু শুনে ছোট্ট মেয়েটি সন্তুষ্ট হয়ে বলবে, ‘তাহলে তো আম্মু ঠিকই বলেছে। এ বাসায় একমাত্র তুমিই কোনো কাজের না।’

বিপরীতে হিত
সকালবেলা ঘুম থেকে উঠে জ্যাক দেখল, বিছানার সাইড টেবিলে একটা চিরকুট। তার বউ রেখে গেছে। সেখানে লেখা—প্রিয়তম, রান্নাঘরে তোমার জন্য নাশতা তৈরি আছে। তুমি উঠে নাশতা সেরে নিয়ো। আমি বাজার থেকে ফিরে দুপুরের জন্য রান্না করব। দুপুরে আমরা আজ একটু ভালো-মন্দ খাব। 
জ্যাক ভালো করে চোখ কচলে গতকাল থেকে কী কী ঘটেছে তা মনে করার চেষ্টা করল। কিন্তু কিছুতেই তার কিছু মনে পড়ল না। শুধু এইটুকু মনে আছে, গতকাল একটা ক্লাবে পার্টি ছিল। সে তার বন্ধুদের সঙ্গে পার্টিতে প্রচুর আনন্দ করেছে। ড্রিংক করেছে। এরপর আর কিছুই মনে নেই তার। হ্যাংওভার হয়েছিল!
তখন সে বাসার কাজের ছেলেটাকে ডাকল। ‘এই বল তো, গতকাল রাতে কী হয়েছিল?’
‘আপনি তো পার্টি থেকে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফেরেন। আপনার তখন কোনো হুঁশ-জ্ঞান ছিল না। ভাবি আপনাকে টেনে গোসল করানোর জন্য বাথরুমে নিয়ে যান। ভাবি যখন আপনার শার্টের বোতাম খুলছিলেন তখন আপনি ধমকের সুরে বলছিলেন, এই দেখো ভালো হবে না কিন্তু। আমি বিবাহিত। বাসায় আমার বিবাহিত স্ত্রী আছে। এরপর আমার গায়ে কেউ হাত দিলে ওই হাত আমি কেটে ফেলব।’
তারপর?
তারপর আর কী! এরপর থেকে দেখি ভাবি মহাখুশি!

প্রশংসা
মশার বাচ্চা প্রথমবারের মতো উড়তে বের হয়েছে। সারা রাত উড়ে সকালের দিকে বাসায় আসার পর মশার বাবা জিজ্ঞেস করল—‘তো বাবা, উড়ে কেমন মজা পেলে?’
মশার বাচ্চাটি উত্তর দিল, ‘উড়ে অনেক মজা বাবা। কী বলব আর সে কথা। যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবাই কত হাততালি দিল!’

ফোনবিল
এক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!’

কৌতূহল
সেদিন এক লোক সিঙ্গাপুরের রাস্তায় গাড়ি চালাচ্ছে। একটা সিগন্যাল অতিক্রম করার সময় সে দেখল, রাস্তার পাশে রাখা ক্যামেরা তার ছবি তুলেছে। লোকটা তড়িঘড়ি করে স্পিডমিটার চেক করল। কিন্তু না, সবই ঠিক আছে। তাহলে ছবি তুলল কেন? লোকটার মাথায় তো কিছুই ঢুকছে না। সে ভাবল, কোথাও কোনো সমস্যা হচ্ছে। তাই সে বিষয়টা আরেকটু পরীক্ষা করার জন্য একটু ঘুরে আবার ওই রাস্তায় এল। আবারও ক্যামেরা তার ছবি তুলল। এবার গাড়ির গতি গতবারের চেয়ে কম ছিল। তার কৌতূহল আরও বেড়ে গেল। সে ভাবল, নিশ্চয় কোথাও কোনো বড় রকমের ঝামেলা হয়েছে। এভাবে সে আরও তিনবার একই সিগন্যাল অতিক্রম করল। প্রতিবার গতি আগেরবারের চেয়ে কমিয়ে দিয়ে। কিন্তু ক্যামেরা প্রতিবারই তার ছবি তুলল।
এ ঘটনার এক সপ্তাহ পর লোকটার ঠিকানায় তার নামে পাঁচটা চিঠি এল। সিটবেল্ট না বেঁধে ড্রাইভিং করার অপরাধে পাঁচটা চিঠিতেই তাকে জরিমানা করা হয়েছে!

All About Entertainment

সিনেমা এবং বাস্তবতা





সিনেমা
 নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত, সম্ভ্রম যায়-যায় অবস্থা। নায়কের আগমন, তারপর ভিলেনদের পিটিয়ে ফার্নিচার...!
 কোনো বিশেষ কারণে নায়িকার মন খারাপ। অতঃপর ঠাস করে দরজা বন্ধ করে ধপাস করে বিছানায় শুয়ে বালিশ জড়িয়ে গলা ফাটিয়ে কান্না!
 নায়িকার সঙ্গে নায়কের হালকা ধাক্কা। নায়িকার হাত থেকে পড়ে গেল বই। বই তুলতে গিয়ে চোখাচোখি... প্রেম...কী জাদু করেছ বলো না... (গান)!
 সিনেমায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে মাথায় লাঠির বাড়ি খায়। সে ক্ষেত্রে...
১ম বাড়ির পর: স্মৃতিশক্তি ফিউজ! 
২য় বাড়ির পর: স্মৃতিশক্তি ফেরত আসে।
 জনৈক কোটিপতি ব্যবসায়ী পড়েছেন গুন্ডাদের কবলে। তাই দেখে নায়ক ‘ইয়া আলি ঢিশুয়া’ বলে গুন্ডাদের ওপর দিলেন ঝাঁপ। গুন্ডারা খেল উচ্চপর্যায়ের পিটুনি আর পুরস্কার হিসেবে নায়ক পেলেন চাকরি।
 (শেষ দৃশ্য) নায়ক ও ভিলেন পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা, গোলাগুলি, নায়কের প্রতি গুলিতে ভিলেন পার্টির পাঁচজন করে নিহত, দ্রুত পুলিশের আগমন ও অবশিষ্ট ভিলেন আটক।
 সারা বছর নায়কের লাফাঙ্গামি, অতঃপর রেজাল্ট। মায়ের স্নেহভরা আশীর্বাদ, বেঁচে থাকো বাবা। আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন, কতই না খুশি হতেন।
 ধনী নায়িকার গাড়ির ধাক্কায় নায়ক গুরুতর আহত। নায়ককে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নায়িকার সেবা-শুশ্রূষা, নায়কের আঘাতমোচন, দুজনার প্রেম!
 নায়িকার বাবা গুলি খেয়ে মৃত্যুশয্যায়। নিজের মেয়ের হাত বেকার নায়কের হাতে তুলে দিয়ে বললেন, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, বাবা। ওকে তুমি সুখে রেখো...! আ আ আ...আহ্!
 ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুনর্মিলন। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে বললেন, তুই-ই আমার হারিয়ে যাওয়া ভাই রতন? আয় ভাই, আমার বুকে আয়।

বাস্তবতা
 নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত, সম্ভ্রম যায়-যায় দশা। নায়কের আগমন, দুটি গুলি! পরের দিনের পত্রিকার পাতায় শিরোনাম—‘দিনে-দুপুরে প্রকাশ্যে যুবক খুন’। 
 বিশেষ কারণে নায়িকার মন খারাপ। অতঃপর ফেসবুকে লগইন করে স্ট্যাটাস: mon khub kharap; manush keno emon kore? তারপর মিনিট ঘুরতেই ৫৭ লাইক, ২১টা কমেন্ট! নায়িকার মুখে হাসি! 
 নায়িকার সঙ্গে নায়কের হালকা ধাক্কা। তারপর শুরু হলো নায়িকা ও তার বান্ধবী মহলের হাউকাউ! ইভ টিজিং ইভ টিজিং!! ইভ টিজিংয়ের অপরাধে শাস্তি। ঘরে বাপের হুংকার—ওই কুলাঙ্গার, বাইর হ আমার বাড়ি থাইকা...! 
 বাস্তবেও আমরা বিভিন্ন কারণে মাথায় লাঠির বাড়ি খেতে পারি! সে ক্ষেত্রে—
১ম বাড়ির পর: এক্স-রে, ব্যান্ডেজ, সিটিস্ক্যান...
২য় বাড়ির পর: কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষিত! 
 কোটিপতি পড়েছেন গুন্ডাদের কবলে। নায়কও দিলেন ঝাঁপ। পরিণামে গুন্ডা কর্তৃক ভারী প্যাদানি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ৯৮টা সেলাই, অবশেষে ছিনতাইকারীর সহযোগী সন্দেহে গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড মঞ্জুর... 
 নায়ক ও ভিলেন পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা। ভিলেন পার্টি সরকারবিরোধী দলের হলে পুলিশের ধীরেসুস্থে আগমন ও সব ভিলেন গ্রেপ্তার। তবে ভিলেন পার্টি সরকারদলীয় হলে পুলিশের দ্রুত আগমন ও নায়ককে গ্রেপ্তার!
 সারা বছর লাফাঙ্গামি, অতঃপর রেজাল্ট।
বাসায় মায়ের হুংকার—ওরে কুলাঙ্গার, আইজ খালি তোর বাপ বাঁইচা নাই, থাকলে পিডায়া তোর ঠ্যাং ভাঙত। যা, দূর হ আমার চউক্ষের সামনে থাইকা!
 নায়িকার গাড়ির ধাক্কায় নায়ক গুরুতর আহত। বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ফলে ঘটনাস্থলেই নায়ক নিহত। পত্রিকার শিরোনাম—‘বেপরোয়া গাড়ির ধাক্কায় মেধাবী ছাত্রের অকালমৃত্যু’। Otopor Naikar latest model ar notun gari ক্রয় ।
 নায়িকার বাবা মৃত্যুশয্যায়। পাশে থাকা ‘বেকার’ নায়ককে বললেন, আমার মেয়েকে তুমি নিজের বোনের মতো দেখো, বাবা। ভালো চাকরি করে এমন কোনো ছেলে পেলে বিয়ে দিয়ে দিয়ো...।ah ahha aaaah aaaaa
 ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমোসহ মেসেজ দিলেন, তুই-ই আমার হারিয়ে যাওয়া ভাই রতন? আয় ভাই, অনলাইনে আয়...চ্যাট করি।’

All About Entertainmen

Sunday, October 2, 2011

Books, Journals & Articles On Libration war in Bangladesh 1971


Books in English

Non Fiction

Bangladesh:

* S M Shafiullah – Bangladesh At War
* Sadiq Salik – Witness to Surrender
* Ahmad Sharif – Genocide 71

* Maj. Rafiqul Islam – A Tale of Millions : Bangladesh Liberation War – 1971

* Muntassir Mamoon – The vanquished generals and the liberation war of Bangladesh
* A. M. A. Muhith – Bangladesh : Emergence of a Nation
- American Response to Bangladesh Liberation War
theyearthatwas.jpg
* Ishrat Firdousi – The year that was (review)
* A. F. Salahuddin Ahmed – Bengali Nationalism & The Emergence of Bangladesh : An Introductory Outline
* Faruq Aziz Khan – Spring 1971 : A Centre Stage Account of Bangladesh War of Liberation
* Kabir Uddin Ahmad – Breakup of Pakistan : Background & Prospects of Bangladesh
bdgen.JPG
* Quaderi Fazlul Quader – Bangladesh Genocide and World Press
* G. W. Choudhury – The Last Days of a United Pakistan

* Sukumar Bishwas – Mujibnogor Documents 1971
(Review by Syed Badrul Ahsan – Documenting a government in exile)

* Dr. Mohammad Hannan – Political History Of Bangladesh
* Prof. Talukdar Monirujjaman – Radical Politics And Emergence Of Bangladesh
indiacontribution.jpg
* Salam Azad – Contribution of India in The War of Liberation of Bangladesh
* Shahriar Kabir – Tormenting Seventy One – An account of Pakistani army atrocities
badruddin-umar.jpg
* Badruddin Umar – The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan (1947-1958)
* M. Rafiqul Islam -Genocide in Bangladesh : Harrowing Accounts of Some Eye Witnesses
* Dhaka City Museum -Dhaka 1971 : An Album of Liberation War
* Rounaq Jahan – Pakistan: Failure of National Integration
* Jaglul Alam – Emergence of Bangladesh and Big Power Role on 1971
* Benedict Costa – Dismemberment of Pakistan
* Sukharanjan Dasgupta – Midnight Massacre in Dacca
* A. M. Khandaker – Fall of Niazi and Birth of Bangladesh
* Abul Hasanat – Bangladesh , Sufferings, Survival : Let Humanity Not Forget The Ugliest Genocide in History
* Kalyan Choudhury – Genocide in Bangladesh
* Matiur Rahman – The Role of India and the Big Powers in East Pakistan Crisis of 1971
* Sheikh M. Rahman, ed. Ramendu Majumdar – Bangladesh, My Bangladesh : Selected Speeches and Statements (28/10/70 -26/03/70)

Pakistan:

* Brig. Siddiq Salik – Witness to Surrender
* Lt. Gen. A. A. K. Niazi – The Betrayal of East Pakistan Oxford University Press. ISBN 0195777271 ( A review by Ahmad Faruqui)
(A review)
* Lt. Gen. Gul Hassan Khan – Memoirs of Lt. Gen. Gul Hassan Khan (The Last C-in-C of the Pakistan Army)
* Maj. Gen. Shaukat Riza – The Pakistan Army 1966-1971
* K. M. Arif – Khaki Shadows: Pakistan 1947-1997 (Oxford University Press, Karachi)
* Kalim Siddiqui – Conflict, Crisis and War in Pakistan
* Hasan Zaheer – The Separation of East Pakistan : The Rise and Realisation of Bengali Muslim Nationalism
* Qutubuddin Aziz – Blood and Tears : Accounts of the Atrocities Committed in E. Pakistan AL militants
* Mahmood Safdar – Pakistan Divided : Study of the Factors and Forces Leading to the Break Up of Pakistan in 1971
* S. Humayun – Sheikh Mujib’s 6-point formula : an analytical study of the breakup of Pakistan (Royal Book Co.)
* Philip E. Jones – The Pakistan Peoples Party: Rise to Power, (Oxford University Press, Karachi)
* Lt. Gen. Kamal Matinuddin – Tragedy of Errors : East Pakistan Crisis, 1968 – 1971
* Maj. Gen. Rao Farman Ali – How Pakistan Got Divided
* Brig. Saadullah Khan – East Pakistan to Bangladesh
* Sarfaraz Hussain Mirza (editor)- Not the Whole Truth : East Pakistan Crisis (March – December 1971)
* White Paper on the Crisis in East Pakistan, Pakistan Ministry of Information and National Affairs
* Internal Strife and External Intervention : India’s Role in the Civil War in E. Pakistan, Hasan-Askari Rizvi
* East Pakistan : Roots of the Genocide, Pakistan Forum Publication
* Z. A. Bhutto – The Great Tragedy
* Muhammad Abbas Ali – The Salvation of East Pakistan
* Muhammad Zafarullah Khan – The Agony of Pakistan
* Lt. Gen. Kamal Matinuddin – Tragedy of Errors : East Pakistan Crisis, 1968 – 1971

* Major General Hakeem Arshad Qureshi – the 1971 Indo-Pak war -A soldiers narrative
* Maj. Gen. Tajammul Hussein Malik – The Story of My Struggle
* Maj. Gen. Fazal Khan Muqeem – Pakistan’s Crisis in Leadership
* Brig. H. S. Sodhi – Operation Windfall : Emergence of Bangladesh
* Brig. Saadullah Khan – East Pakistan to Bangladesh
* Javed Kamran Bashir – Big Power Role in the Indo – Pak Conflict of 1971
* D. G. A. Khan – Disintegration of Pakistan
* Safdar Mahmood – Pakistan Divided
* ed. Sarfaraz Hussain Mizra – Not the Whole Truth : East Pakistan Crisis (March -December 1971)
* Pakistan Ministry of Information and National Affairs – White Paper on the Crisis in East Pakistan
* Hasam Askari Rizvi – Internal Strife and External Intervention : India’s Role in the Civil War in E. Pakistan
* Mahmood Safdar – The Deliberate Debacle – Pakistan Divided : Study of the Factors and Forces Leading to the Break Up of Pakistan in 1971
* Pakistan Forum Publication – East Pakistan : Roots of the Genocide

India:

* S. K. Bhattacharyya, Genocide in East Pakistan/Bangladesh: A Horror Story (A. Ghosh Publishers, 1988)
* Air Chief Marshal PC Lal – My Years with the IAF
* Lt. Gen. J. F. R. Jacob – Surrender at Dacca – Birth of a Nation
* Maj. Gen. Lachhman Singh – Victory in Bangladesh
* Maj. Gen. D. K. Palit – The Lightning Campaign : Indo/Pakistan War – 1971 Compton Press Ltd (1972), ISBN 0-900193-10-7
* Maj. Gen. Sukhwant Singh – India’s Wars Since Independence Vol.1 : The Liberation of Bangladesh
- India’s Wars Since Independence Vol.2 : Defence of the Western Border
- India’s Wars Since Independence Vol.3 : General Trends
* Maj. Gen. Ashok Kalyan Verma – Rivers of Silence – the Dash to Dhaka Across River Meghna during 1971
* Maj. Gen. Jagjit Singh – Indian Gunners at War : The Western Front – 1971
* Anthony Mascarenhas – The Rape of Bangladesh
* A. Mascarenhas – Bangladesh : a legacy of blood (Hodder and Stoughton)
* Ministry of External Affairs, New Delhi – Bangladesh Documents
* ed. M. S. Deora – India & the Freedom Struggle of Bangladesh
* K. K. Sinha – Bangladesh : Revolution for Liberation
* Mohammed Ayoob and Subrahmanyam – The Liberation War (Bangladesh)
* Benedict Costa – Dismemberment of Pakistan
* P. Chandra – Bloodbath in Bangla Desh (Adarsh Publications)
* S. Chatterjee (1972) – Bangladesh: the birth of a nation (The Book Exchange)
* K. Chaudhuri- Genocide in Bangladesh (Orient Longman)
* J. N. Dixit – Liberation and beyond : Indo-Bangladesh relations. (Konark Publishers)
* C. J. Gulati – Bangladesh, liberation to fundamentalism : a study of volatile Indo-Bangladesh relations (Commonwealth Publishers)
* M. Jag- The black book of genocide in Bangla Desh; a documentary book (Geeta Book Centre)
* J R Saigal Pakistan Splits: The Birth of Bangladesh – Manas Publications (2004), ISBN 81-7049-124-X
book-thewesternfront.jpg
* The Western Front: The Indo-Pakistan War 1971 – Lt Gen KP Candeth
kaoboys-of-raw.gif
* Kaoboys of R&AW – B. Raman (Lancer Publishers)
discontent.jpg
* N. K. Singh – Discontent and Background of Liberation War

* Lt. Gen. K. P. Candeth – The Western Front : The Indo-Pakistan War, 1971
* Vice Admiral N. Krishnan – No Way But Surrender : An Account of the Indo-Pak War in the Bay of Bengal,1971
* Maj. Gen. Lachhman Singh – Indian Sword Strikes in East Pakistan
* Brig. Jagdev Singh – Dismemberment of Pakistan : 1971 Indo/Pak War
* R. K. Dasgupta – Revolt in East Bengal
* J. S. B. Arora – War with Pakistan
* Shiv Kumar Garg – Spotlight : Feedom Fighters of Bangladesh : A New Outlook Based on Author’s Research
* D. R. Mankekar – Pakistan Cut to Size : The Authentic Story of the 14 day Indo – Pak War
* S. S. Sethi – The Decisive War : Emergence of a New Nation
* ed. I. N. Tewary – War of Independence in Bangladesh : A Documentary Study
* Indian Council of World Affairs- How Pakistan Violated Human Rights in Bangladesh
* Brijesh Narain Mehrish – War Crimes and Genocide : The Trial of Pakistani War Criminals

USA

rummel.gif
* R. J. Rummel -Death by Government (Transaction Publishers, 1997)
One of the most detailed treatments of the genocide in Bangladesh.
sisson.jpg
* Richard Sisson and Leo E. Rose – War and Secession: Pakistan, India, and the Creation of Bangladesh (University of California Press, 1991)
One of the best recent pieces of scholarship on the war and genocide in East Pakistan/Bangladesh.
cruel-birth.jpg
* Archer K Blood – The Cruel Birth of Bangladesh: Memoirs of an American Diplomat (ISBN: 9840516507)
* ed. Peter Bertocci – Prelude to Crisis – Bengal & Bengal Studies (1970)
* Lawrence Lifschultz – Bangladesh : The Unfinished Revolution
totten.jpg
*Samuel Totten et al., eds., Century of Genocide: Eyewitness Accounts and Critical Views (Garland Reference Library, 1997)
A first-rate collection of readings on genocide, including the slaughter in Bangladesh.
brownmiller.jpg
* Susan Brownmiller, Against Our Will: Men, Women and Rape (Fawcett Books, 1993)
* J Hanhimaki The Flawed Architect: Henry Kissinger and American Foreign Policy Oxford University Press (2004)
* Herbert Feith – Asia’s Flashpoint, 1971 : Bangladesh
* Noel G. O’Connor – The Soldier is Afraid : An Account of Operation Sikander, Bangladesh War, 1971
* Dan Haendel – The Process of Priority Formulation : US Foreign Policy in the Indo-Pak War of 1971
* Robert Jackson – South Asian Crisis (India-Pakistan-Bangladesh)
* Herbert Feldman – The End and the Beginning (Pakistan 1969 – 1971)

UK:

obj
* Owen Bennett Jones – Pakistan eye of the storm
“The complicated interplay between Yahya, Mujib and Bhutto had a decisive role in the break-up of Pakistan and the creation of Bangladesh. But Bengali nationalism was alive and well before any of them were even born.” excerpts.
* David Loshak – Pakistan Crisis
* L. F. Rushbrook Williams – The East Pakistan Tragedy
* Dom Moraes – The Tempest Within : An Account of East Pakistan

English Thesis:

* The Bangladesh liberation war and its causes. Iain Cochrane. (Professor Francis Robinson.) London Ph.D. (R.H.U.L. Hist.)
* The role of diplomats in the Liberation War of Bangladesh. Fazrin Huda. (Dr. Spencer W. Mawby.) Nottingham Ph.D. (Hist.)
* ‘Boundaries of Blood’: Genealogies of ‘War Babies’ and. National Imaginings in Bangladesh – Nayanika Mookherjee, University of Sussex

English Literature

* Jahanara Imam – Of Blood And Fire
* Hasan Azizul Haque – Nameless Casteless
* Humayun Ahmed – 1971
* Shahriar Kabir – “Ekattarer Jishu” (Jesus ’71)
tahmimagolden-age.jpg
* Tahmima Anam – A Golden Age
Fault Lines
* Niaz Zaman and Asif Farrukhi (ed.) – Fault Lines: Stories of 1971, University Press, Dhaka
(Review)
Books in Bangla

Bangla Literature

* Ekatturer Dinguli* Buker Vitor Agun
* Biday De Ma Ghure Ashi
Selina Hosain
* Ekatturer Dhaka
* Japitu Jibon
Humayun Ahmed

* Joshna O Jononir Golpo

* 1971
* Anil Bagchir Ekdin

* Aguner Parashmoni
* Shyamal Chhaya
* Jalil Shaheber Petition
Shahriyar Kabir
* Ekatturer Pather Dhare
* Ekatturer Jishu
Imdadul Haq Milon
* Kalo Ghora
* Gherao
Rabeya Khatun
* Ferari Surjo
* Ekatturer Nishan
Momtaj Uddin Ahmad
* Saat Ghater Kanakori
* Bokul Purer Shadhinota
Other literatures
Ma
* Anisul Hoque – Ma
* Muhammed Zafar Iqbal – Akash Bariye Dao

* Neelima Ibrahim – Ami irangana Balchi
* Syed Shamsul Haque – Nishiddho Loban
* Begum Nurjahan – Ekatturer Kothamala
* Abdullah Al Mamun – Tomrai
* Ashraf Siddiqi – Banglar Mukh
* Musa Sadiq – Muktijuddho Hridoye Momo
* Sayed Ali Ahsan – Jokhon Somoy Elo
* Rabindra Gop – Juddho Joyer Golpo
* Shirin Majid – Abar Asibo Feere
* Ali Imam – Lorai
* Biprodash Barua – Juddho Joyer Golpo
* Monju Sarkar – Juddhe Jabar Somoy

* Ali Mahmed – Freedom
* Daud Hayder – Rajputra
* Mamunur Rashid – Joy Joyonti
* Shaheen Akhter – Talaash (The Search, 2004). Talaash won the Prothom Aalo Best Book of the Year Award for 2004 – click here for a review.
Short Story Collections
* Bangladesh Kotha Koy
* Prekhhapot 71
* Protibimbe Protiddondi
* Muktijuddher Golpo

Non Fiction

Abdul Gaffar Chaudhury
* Etihasher Rokto Polash
* Amra Bangladeshi Na Bangali
* Bangladesh Kotha Koy
Panna Kaysar
* Muktijuddher Aage O Pore
* Hridoye Bangladesh
Shaokat Osman
* Kalratro Khondochitro
* Joy Banglar Joy
* Jolangi

* Jahannam Hote Biday
* Jonmo Jodi Tobo Bonge
* Dui Soinik
* Nekre Oronno
* Shiekher Sombora
M. R. Akhtar Mukul

* chorompotro
* Ekatturer Bornomala
* Ora Charjon
* Joybangla
* Bijoy
* Ekattur

* Ami Bijoy Dekhechi
Abul Hasanat
* Muktijuddher Ruprekha
* Muktijuddher Pachali
Other writers

* Hasan Hafizur Rahman: Liberation war documents [Part 1-15]
imag0483.JPG
* Rashid Haider: Smriti ’71 series (Part 1-11) – Bangla Academy

* Ekatturer Ghatok O Dalalera Ke Kothai – Muktijuddho Chetona Bikash Kendro
* Muntasir Mamun- Yahia Khan
- Sei Shob Pakistani

* Rafikul Islam Beer Uttam – Lokhko Praner Binimoye
* Gaziul Haq – Ebarer Songram Shadhinotar Songram
* Ahmad Mazhar – Bangalir Muktijuddher Itihash
* Ahmed Maola – Muktijuddher Sahitto
* Anisur Rahman – Opohrito Bangladesh
* Rashid Haydar – Osohojog Andolon- ’71, Purbapor
* Sirajul Islam Chaudhury – Bangali Kake Bole
* Ramendra Majumdar – Bangladesh Amar Bangladesh
* Sufia Kamal – Ekatturer Diary
* Asaduzzaman – Shadhinota Sangramer Potobhumi
* Basanti Guha Thakurata – Ekattorer Smriti

* Dr. M. A. Hasan – Pakistaner Juddhoporadhi 191 Jon

* Ahmed Rafiq – Ekatturer Pak Borborotar Songbad Bhasso

* Shahid Buddhijibi Selina Pervin Smarok Grontho

* Saeed Hasan Dara – 71 Upakhkhan
* Dr. Mostafa Noorul Islam – Kemon Kore Bangladesh

* Asif Rashid – Bangladesher Muktijuddhe Markin Bhumikar Gopon Dalil

* Md. Abdul Ajij – Bangladesher Muktijuddho O Shorbadhinayok Osmani
* Belal Mohammad – Joy Bangla Radio

* Lutfur Rahman Riton – Bangladesher Shadhinota Shongramer Itihash

* Hamidul Hossain Tarek, Beer Bikrom – Bishakto Borsha Ojosro Fola

* Md. Mominur Rahman – Dhorshon Hotta
* Borhanuddin Khan Jahangir – Juddhaparadhider Bichar O Onnano Proshongo
* Aman-Ud-Daula -Golam Azomer Nagorikotto Mamla

* Dr. Mohammad Hannan – Dhakay Muktijuddho

* Tushar Abdullah – Ekatorer Ognikonna
* Zahirul Islam – Ekattorer Guerilla

* Dr. Sukumar Biswas – Ekattorer Boddhobhumi O Gonokobor
* Dr. Swarochish Sarkar – Ekattorer Bagherhat

* Bashir Al Helal- Ekattorer Gonohotta/ Hamdur Rahmaner Report
* Nazrul Islam – Ekattorer Ronangon: Okothito Kcu Kotha
* Harun Ar Rashid – Swadhinotar Prekkapot Ebong Kichu Tottho
* Anik Mahmud – Sahitte Sammobad Theke Muktijuddho

* Robert Pein, Siddikur Rahman – Sei Duhsomoy

* Ahmad Mazhar – Shoto Muktijuddhar Kotha

* Belal Mohammod – Swadhin Bangla Betar Kendro

* Begum Mushtari Shafi – Swadhinota Amar Roktojhora Din
* Abu Muhammad Delwar Hossain – Muktijudder Ancholik Itihas (Part 1-3)
* Major Kamrul Islam Bhuiyan – Jonojuddher Gonojoddha

* Anthony Maskarenhans – Bangladesh Rokter Reen
* Afsan Chowdhury – Bangladesh 1971
* Sohrab Hasan – Bangladeshe Muktijuddhe Bideshider Bhumika

* Tapan Kumar Dey – Bangladesher Muktijuddhe Indira Gandhi’r Bhumika

* Major Rafiqul Islam, P.S.C – Bangladesher Guerrilla Juddho

* Major Rafiqul Islam, P.S.C – Bidrohi March 71

* Major Rafiqul Islam, P.S.C – Dokhin Ronangon 71
* Major Rafiqul Islam, P.S.C – Muktijudder Chetonar Shoroop

* Shahriar Kabir – Ekattorer Gonohotta, Nirjaton O Juddhoporadhider Bichar
* Rehman Sobhan – Bangladesher Obbhudkoy: Ekjon Prottokkhodorshir Bhassho
* Mahboob Kamal – Bideshi Shangbadiker Drishtite Bangladesher Muktijuddho

* Golam Morteja – Buhli Nai Bhuli Nai
* Shafayat Jamil – Ekattorer Muktijuddho, Roktakto Moddhe-August O Shorojontromoy
* Bedwin Samad – Ekattorer Muktishongram

* Tajul Mohammad – Ekattorer Smritiguccho

* Rabindranath Tribedi – Ekattrer Dosh Mash

* Asajujjman Asad: Ekatturer Gonohotta O Nari Nirjaton
hasina_book.JPG
* Hasina Ahmed – Gonomaddhome Bangladesher Muktijuddho (Part 1-6)

* Jakir Hosen Raju – Gonomaddhomer Muktijuddho
* Mahbub Alam – Guerrilla Theke Sommukh Juddhe (Part 1 & 2)

* Hashem Khan – Gulibiddho Ekattor

* Montu Khan – Hayenar Khacay Odommo Jibon

* Muntasir Mamun – Jeshob Hotyar Bichar Hoyni
* Golam Murshid – Jokhon Polatok Muktijuddher Dinguli

* Borhanuddin Khan Jahangir – Journal 71
* Abul Hashem Choudhury – Juddhe Juddhe Ekattorer Noy Mash

* Moyeedul Hasan – Muldhara ’71 (Read the Book online)

*Abu Sayeed – Bangladesher Guerilla Juddho
* Muntasir Mamun – Rajakarer Mon (Part 1 & 2)
* Krittibash Ojha – Ami Mujib Bolchi
* Jhorna Das Purokayostho – Bondi Din Bondi Ratri
* Sayad Najimuddin Hashem – Bondishala Pakistan
* Monayem Sarkar – Bangladesh O Bongobondhu
* Jubayda Gulshan Ara – Batashe Barud Rokte Ullash
* Abu Hanif – Muktijoddha Hatem Ali
* Abul Kalam Azad – Sangramee Bangla
* Manjur Ahmad – Ekattur Kotha Bole
* Bishwajonin Bangali: Dr Kamal Hossain – ed. Jamaluddin and Sharifa Bulbul Lucky (Bolaka publishers) – Interview of Dr Hossain chronicling his days with Bangabandhu in Pakistani prison and events afterwards
books.jpg
Journals:
* M Rashiduzzaman – Leadership, Organization, Strategies and Tactics of the Bangla Desh Movement Asian Survey, Vol. 12, No. 3 (Mar., 1972), pp. 185-200
* 1971.pdf a booklet produced in 1972 detailing the history of the 1971 war – 2.4 MB
* Murshid, Tazeen M. (2). “State, nation, identity: The quest for legitimacy in Bangladesh“. South Asia: Journal of South Asian Studies, 20 (2): 1-34. Routledge.
* Educational Disparity in East and West Pakistan, 1947–71: Was East Pakistan Discriminated Against? – Mohammad Niaz Asadullah (SKOPE, Department of Economics, University of Oxford)
* Demographics and Security: The Contrasting Cases of Pakistan and Bangladesh(pdf) – By: C. Christine Fair, Clifford A. Grammich, Julie DaVanzo, Brian Nichiporuk (Journal of South Asian and Middle Eastern studies No. 4, Summer 2005)
* The India-Pakistan War Of 1971: A Modern War – KYLE, R.G., Major, Royal Canadian Artillery
* The tilt: The U.S. and the South Asian Crisis of 1971 – National Security Archive Electronic Briefing Book No. 79 Edited by Sajit Gandhi (2002)

* Donald Beachler: The politics of genocide scholarship: the case of Bangladesh –Patterns of Prejudice, Volume 41, Issue 5 December 2007 , pages 467 – 492
Download Pdf version
E-Books
Phire Dekha 71 (1971 in retrospect)
A 205 page E-Book (PDF 6.4 MB) in Bangla and English language
1971.pdf a booklet produced in 1972 detailing the history of the 1971 war – - 2.4 MB (via Thalsena)
foreign-relations-of-usa.gif
PDF format, 3.8MB, 929Pages.
Editor Louis J. Smith
General Editor Edward C. Keefer
Articles:
* “Conflict in East Pakistan: Background and Prospects”: By Edward S. Mason,
Robert Dorfman, Stephen A. Marglin
* Cost of a genocide ignored – The Australian (December 05, 2007)
* Back in ‘ 71 US policy revisited – Imtiaz Ahmed (Himal South Asian May, 2006)
Newly declassified US records show a more full and gruesome picture of what took place behind the scenes of the 1971 Southasian Crisis in Islamabad, New Delhi and Washington, DC. They also show a softer side of the involved leadership. But who takes responsibility for the violence that was perpetrated during that period?
# More Liberation war related books in Boi-Mela: & Gronthomela.